প্রতিষ্ঠানের সকল প্রকার তথ্য সফট কপি (Soft Copy) আকারে কম্পিউটার/ ল্যাপটপ/ প্রাইভেট সার্ভারের মাধ্যমে গোপনীয়তা বজায় রেখে সংরক্ষন করে আই.সি.টি সেল (ICT Cell)। এখানে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের তালিকা , অফিস কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের তথ্য সংরক্ষন করা হয় । মন্ত্রণালয় কর্তৃক আদেশ-নির্দেশ ই-মেইলের (Email) মাধ্যমে বার্তা প্রেরণ গ্রহণ ইত্যাদি আইসিটি সেলের অন্যতম কাজ ।এছাড়াও ছাত্রছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন, ওয়েবসাইট মেইনটেন্যান্স অফিস স্টাফদের পি.আই.এম.এস (PIMS), অভ্যন্তরীণ চিঠিপত্র, নোটিশ- এ আইসিটি সেল অগ্রগামী ভূমিকা পালন করে থাকে। অত্র প্রতিষ্ঠানের আইসিটি সেল খুবই গোপনীয়ত ও সংরক্ষিত স্থান, যেখানে প্রবেশাধীকার সংরক্ষিত থাকে । এই সেল পরিচালনার জন্য একটি কার্যকরি কমিটি ও একজন কর্মকর্তা নিয়োজিত আছে ।