মিশন
◊ বৈশ্বিক চাহিদা মাফিক দক্ষ জনবল সরবরাহের এক বিশ্বস্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা।
ভিশন
◊ আন্তর্জাতিক মান সম্পন্ন প্রয়োজনীয় ভৌত অবকাঠামোর উন্নয়ন সাধন।
◊ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি, উপকরণ, সরঞ্জামাদি সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রশিক্ষকের সহায়তায় ক্রমানুযায়ী স্থাপন।
◊ সাপ্তাহিক ছুটি বাদে সকল একাডেমিক দিবস দক্ষ মানব সম্পদ উন্নয়ন ও গবেষণায় নিয়োজিত করণ।
◊ দক্ষ মানব সম্পদ উন্নয়নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করা।
◊ একটি স্থায়ী জব প্লেসমেন্ট সেল স্থাপনের মাধ্যমে মাসিক নিয়মিত চাকুরী মেলার আয়োজন করা।
◊ অত্র এলাকার দক্ষ জনশক্তি যোগান দেয়ার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
◊ “পরিবর্তনের জন্য পরিবর্তন” স্লোগান মাথায় রেখে নিয়মিত পরিবর্তনশীল প্রযুক্তির ভিত্তিতে শিক্ষাক্রম আপডেট রাখা।